ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ নভেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তার স্বামী। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকলেও সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বেগম (২৫) কুতুপালং ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান।

তিনি জানান, দাম্পত্য কলহের জেরে সোমবার দুপুরে ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের সতীন নুর হাসিনা (২২) ও আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়েছে। ঘটনার পর থেকে হাফেজ আহমদ পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/কেএসআর/