ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়লো এসএসসি পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:২০ এএম, ২৪ নভেম্বর ২০২১

ফরিদপুরে নামাজ পড়ে হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. মাহাবুবুর রহমান (১৮)। তিনি ভাঙ্গা উপজেলার আকনবাড়িয়া গ্রামের অ্যাড. মোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের আলীপুর বাদামতলী সড়কের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মারুফ বিল্লাহ্ জানান, মাগরিবের নামাজ পড়ে মাহাবুবুর রহমান হাঁটতে বের হয়। শহরের আলীপুর বাদামতলী সড়কের রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে। পরিচিত একজনের মোবাইল ফোনের মাধ্যম তার মৃত্যুর খবর জানতে পারি। তিনি আরও জানান, মাহবুবুর চলতি এ বছর ফরিদপুর জেলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ জলিল জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পরে মাহবুবুর রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে। মরদেহ রেলওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমকেআর