ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘পিস্তল দিয়ে ভয় দেখায়, রাম দা দিয়ে কোপায়’

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৪ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় সহযোগীসহ ডাকাত সর্দার মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) ভোরে শহরের ঈদগাহ ময়দানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সহযোগী রতনকে (২২) গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং লুণ্ঠিত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

jagonews24

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মোহাম্মদ আলী ডাকাত সর্দার। তার দলে তিনজন রয়েছেন। চুয়াডাঙ্গায় সংঘটিত প্রায় সব ডাকাতিতেই এ ডাকাত দলের হাত রয়েছে। তারা খেলনার পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে। কেউ বাধা দিলে কুপিয়ে আহত করে।

তিনি আরও বলেন, গ্রেফতার ডাকাত সর্দার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১২টি এবং তার দলের বিরুদ্ধে ২০টির অধিক মামলা রয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম