টাঙ্গাইলে দুর্বৃত্তের হামলায় শ্রমিক লীগ নেতার মৃত্যু
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত টাঙ্গাইল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেজা টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার আজাদ আলমগীরের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
রেজাউলের খালাতো ভাই জুয়েল রানা বলেন, রাতে রেজার মরদেহ টাঙ্গাইলে আনা হবে। বৃহস্পতিবার দাফনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শ্রমিকলীগ নেতা রেজার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি। এরপরও হামলাকারীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, ২১ নভেম্বর রাত ৯টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শ্রমিক লীগ নেতা রেজার হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রোববার থেকেই সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে