ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ে বন্ধ, কনের মা-বরের বাবার জরিমানা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর (১৭) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের মাকে তিন হাজার ও বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

তিনি বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে ওই বাড়িতে গেলে কনের মা বিষয়টি স্বীকার করেন। পরে কনের মায়ের ৩ হাজার ও বরের বাবার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকারও নেওয়া হয়।

ইউএনও জিয়াউল হক বলেন, ২১ নভেম্বরও একই এলাকায় একটি হিন্দু পরিবারে আরও একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্নাসহ পুলিশ-প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস