কৃষকের দুই বিঘা ধান কেটে বাড়ি পৌঁছে দিলো আরএসএস
রাজবাড়ীতে স্বেচ্ছায় মতিউর রহমান নামের এক অসহায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে আরএসএস (রাজবাড়ী স্বেচ্ছাসেবী সংগঠন) নামের একটি সংগঠন।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে পৌর শহরের পশ্চিম ভবানীপুর মাঠে এ ধান কাটা হয়।

এসময় কৃষক মতিউর রহমান, সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষক মতিউর রহমান বলেন, তার ধান কাটার সামর্থ্য ছিল না। এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা তার দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে তিনি অনেক খুশি।

সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস সরদার বলেন, আমন ধান কাটার মাধ্যমে আমাদের স্বেচ্ছায় ধান কাটা কার্যক্রম শুরু হয়েছে। কোনো কৃষক সহায়তা চাইলে তারা বিনা পারিশ্রমিকে পর্যায়ক্রমে ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবো।
রুবেলুর রহমান/এসআর/এমএস