ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৬ নভেম্বর ২০২১

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী আয়নাল হক।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে শার্শা উপজেলা চত্বরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এসময় তিনি বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে আমি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এর আগে, শার্শা সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সোহারাব হোসেন ও পুটখালি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মো. জামাল হোসেন/ইউএইচ/এএসএম