ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোনাবাড়ীতে ফের ঝুটের গুদামে আগুন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৬ নভেম্বর ২০২১

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গুদামে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার ঝুটের গুদামে এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকায় বিকেলে খোকন মিয়ার ঝুটের গুদামে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এসআর/এমএস