ঘাটাইল পৌরসভায় জয়ী স্বতন্ত্র প্রার্থী
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন তৃতীয়।
রোববার (২৮ নভেম্বর) ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় ভোটগ্রহণ হয়। রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নারিকেল গাছ প্রতীকে আব্দুর রশিদ মিয়া পেয়েছেন ছয় হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল হক মুঞ্জু চার হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং চার হাজার ৩২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান খান।
আরিফ উর রহমান টগর/ইউএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে