মালিক সমিতির দ্বন্দ্বে সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ
সাতক্ষীরা থেকে টানা ১৪ দিন যশোরে যাচ্ছে না বাস। তাই যশোর থেকেও সাতক্ষীরায় বাস যাওয়া বন্ধ আছে। বর্তমানে যশোরের মালিকদের বাস যশোর জেলার শেষ সীমানায় মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরা জেলার মধ্যে চলাচল করছে।
দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে এমনটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যশোর-সাতক্ষীরা সড়কে চলাচলকারী যাত্রীরা। এক জেলা থেকে আরেক জেলায় যেতে হলে এক বাস থেকে নেমে আরেক বাসে উঠতে হচ্ছে।
এ রুটের চলাচলকারী যাত্রীদের অভিযোগ, সাতক্ষীরা থেকে বাসযোগে সাতক্ষীরা জেলার শেষ সীমানা যশোরের বাগআঁচড়া পর্যন্ত যাওয়া যাচ্ছে। এরপর সেখানে থেকে আবার যশোরের আরও একটি বাসে করে যশোর যেতে হয়। ফলে ভোগান্তির পাশাপাশি দীর্ঘ সময় লাগছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। কিন্তু পথে পথে মালিক সমিতির চেকপোস্টে বিকল্প যানবাহনের যাত্রীদের হয়রানি করা হচ্ছে।
জেলার কয়েকজন বাস মালিক জানান, ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাস মালিকরা আর যশোরে বাস চালাচ্ছেন না। বুধবার (১ ডিসেম্বর) থেকে যশোর মালিকরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছে। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রানি হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় জেলার বাস মালিকরা।
এ ঘটনার জন্য যশোর জেলা বাস মালিক সমিতির নেতাদের দায়ী করেছেন সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। তিনি জাগো নিউজকে বলেন, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে আমরা আর যশোর পর্যন্ত কোন বাস পাঠাচ্ছি না। তাদের আচরণের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে। বিষয়টি দুপক্ষ থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
যশোরের আন্তঃজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির নেতা আমির হোসেন জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালিগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা আপত্তি জানিয়েছি। যশোর থেকে সাতক্ষীরাগামী সব বাস সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন উদ্যোগ নিলে বিষয়টি দ্রুত সমাধান হবে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, বিষয়টি নিয়ে যশোর জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে দুপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যেমে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেরপুরে স্বতন্ত্র প্রার্থী মাসুদকে বিএনপি থেকে বহিষ্কার
- ২ অর্থবছরের প্রথম ৬ মাসে বেনাপোল কাস্টমসে ঘাটতি ১০১৩ কোটি টাকা
- ৩ শিশু নিবিড় হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের ২১ বছরের আটকাদেশ
- ৪ ছুটি নিয়ে বিদেশ চলে যাওয়ায় প্রাথমিকের ৪৯ শিক্ষক চাকরিচ্যুত
- ৫ আইসিডিডিআরবি হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ, বেশিরভাগই শিশু