ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকা পেয়েও পরাজয়ের শঙ্কায় প্রত্যাহার চান আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েও নির্বাচন থেকে পিছু হঁটেছেন আওয়ামী লীগ প্রার্থী ওয়াশিম রেজা রাজা চৌধুরী। পরাজয়ের শঙ্কায় শনিবার (৪ ডিসেম্বর) তিনি দলীয় মনোনয়ন প্রত্যাহার চেয়ে লিখিতভাবে আবেদন করেছেন। এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে নৌকা ও দলীয় প্রধান শেখ হাসিনাকে অসম্মান করায় ওয়াসিম রেজা রাজা চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

ওয়াশিম রেজা রাজা চৌধুরী জানান, আমার আপন চাচাতো ভাই আওলাদ চৌধুরী প্রতিবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করেন। মনোনয়ন চাওয়ার আগে আওলাদ পারিবারিকভাবে ওয়াদা করেছিলেন আমি নৌকা প্রতীক পেলে তিনি নির্বাচন থেকে সরে আসবেন। তবে তার কথা তিনি রাখেননি। আমি মনে করছি, একই বাড়ি ও পরিবার থেকে দুই ভাই ভোট করলে কেউ উঠতে পারব না। আমি হেরে গেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এর চেয়ে ভালো অন্য কেউ নৌকা মার্কা নিয়ে ভোট করুক। আমি তার পক্ষে কাজ করব।

অভিযোগের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আওলাদ চৌধুরী জানান, আমি কয়েক যুগ থেকে নির্বাচন করছি। কে ভোট করবে আর করবে না সেটা তার ব্যক্তিগত। আমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার। আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, তৃণমূলের সিদ্ধান্ত ক্রমে যাচাই করে আমরা মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াশিম রেজা রাজা চৌধুরী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব সবুজ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেলের নাম কেন্দ্রে পাঠাই। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ওয়াশিম রেজা রাজা চৌধুরীকে নৌকার মনোনয়ন দেন। মনোনয়ন পাবার তিন দিন পর মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি।

মোকামতলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল হালিম বলেন, নৌকা পাবার পর ভোট না করার সিদ্ধান্ত দুঃখজনক। এ ঘটনায় দলের প্রধান শেখ হাসিনা ও নৌকা প্রতীককে অবমাননার সামিল। এ জন্য আমরা ওয়াশিম রেজা রাজা চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, জেলা থেকে কেন্দ্রের কাছে কয়েকজনের নাম দিয়েছিলাম। কেন্দ্র এখন সিদ্ধান্ত দেবে মোকামতলা থেকে নৌকা প্রতীকে ভোট কে করবেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আরএইচ/এএসএম