বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর
ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরের ডুবে তাদের মৃত্যু হয়।
তারা হলো- উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া-হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে মো. সাজিদ মৃধা (৪) ও মুজিবুর মুন্সীর ছেলে তরিকুল মুন্সি (৫)।
স্থানীয় তালমা ইউনিয়ন (ইউপি) পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন জানান, সাজিদ ও তরিকুল বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা নিখোঁজ হলে স্বজনরা খোঁজাখুঁজি করেন। পরে পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠতে দেখেন। তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরকান্দা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অঞ্জন কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম