ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর দায়ের কোপে প্রাণ গেলো স্বামীর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে শামীম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার সালঙ্গা এলাকার হাটিকুমরুলের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম একই এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে স্ত্রী শিরীন আক্তার পলাতক।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, সকালে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডায় শামীমকে দা দিয়ে কোপ দেন শিরীন আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় মামলা হয়েছে।

আরএইচ/জিকেএস