ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোয়ালমারীতে ৯ আ’লীগ নেতাকর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিষ্কার করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ বহিষ্কার সংক্রান্ত লিখিত নোটিশ পড় শোনান।

jagonews24

বহিষ্কৃত নেতারা হলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মো. হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মোহাম্মদ সেলিম, সদস্য মো. কামরুজ্জামান ও মো. শামিম মোল্লা, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন, গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমিনুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো. মান্নান মাতুব্বর।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া জাগো নিউজকে বলেন, গত ২৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ৯ জনকে আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির স্ব-স্ব পদ থেকে অব্যহতি দিয়ে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম