মুখোশধারীদের পাহারায় আ’লীগ প্রার্থীর নির্বাচনী সভা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলামের নির্বাচনী সভায় বেশ কয়েকজন মুখে কালো কাপড় বাঁধা ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ উঠেছে। শুধু নির্বাচনী সভায় নয় তারা ওই ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদেরও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও র্যাব-১২ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার।
লিখিত অভিযোগে বলা হয়েছে, হাটপাচিলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির আক্তার খান তরু লোদি।
কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পেশকার আলী প্রমুখ।
সভায় অতিথিদের ঠিক পেছনে সারিবদ্ধ অবস্থায় মুখে কালো কাপড় বাঁধা বেশ কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে পাহারায় থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ন্যায় শারীরিক গঠনের অজ্ঞাত এসব ব্যক্তিদের অবস্থানে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী, তার সমর্থক, কর্মী ও জনসাধারণকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার বলেন, বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম পরাজয়ের আতঙ্কে আতঙ্কিত। তিনি বিভিন্ন সভা-সমাবেশে আমার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। বহিরাগতদের এনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখন মুখে কালো কাপড় বাঁধা লোকজনকে এনে কৈজুরিবাসীর মধ্যে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছেন। তিনি বুঝতে পেরেছেন তার পরাজয় নিশ্চিত।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা ও মাটির বাঁধের ওপর নির্মিত। এ রাস্তায় ব্যাপক ধুলো-বালু ওড়ে। সভা-সমাবেশে অনেকেই মাস্ক পড়ে থাকেন। নির্বাচনী সভায় মুখোশধারী কেউ ছিল না।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, চতুর্থ ধাপের নির্বাচনে কৈজুরী ইউনিয়নের নৌকার প্রার্থী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তাকে তলব করা হলে তিনি মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও বলেন, এরপরও যদি নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এএসএম