ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে দুই প্রার্থীর বাড়িতে গুলি: নৌকা প্রার্থীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণ হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করিমুল্লাহসহ ২০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত আরও ৫-১০ জনকে আসামি করা হয়েছে।

দুই মামলায় শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে শনিবার (১১ ডিসেম্বর) রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে ছনুয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম আবুর বাড়িতে এবং আরেক চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিমের বাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণ করেন নৌকার প্রার্থী করিমুল্লাহ ও তার সহযোগীরা। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুই প্রার্থীর।

এ ঘটনায় শনিবার ফেনী মডেল থানায় বাদী হয়ে মামলা করেন হামলায় ক্ষতিগ্রস্ত দুই প্রার্থী। এতে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী করিমুল্লাসহ ২০ জনের নাম নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ৫-১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় মো. ইলিয়াছ চৌধুরী, পারভেজ, মোস্তাফা, আক্তার হোসেন লিটু মেম্বারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে ঘটনার পর তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু ও মো. ইব্রাহীম মামলা করেছেন। এজাহারভুক্ত পাঁচ আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জেআইএম