আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৪
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে ঢাকায় ও ছয়জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ফাতেমা, এনামুল, আতাবুর, সোহরাব, জাহিদ, ইফসুফ, আছমা, সেলিম, রেহেনা, কাউছার, বুলবুল, রোকসানা, নরুল আমিন ও ইমন।
স্থানীয়রা জানান, মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাউছার ও দশম শ্রেণির শিক্ষার্থী ইফসুফের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিতণ্ডা হয়। এর জের ধরে রোববার কাউছার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের গ্রাম খিরদাসাদী আসলে ইফসুফ তার স্বজনদের নিয়ে মারধর করে। এ খবর কাউছারের বাড়ির লোকজন জানতে পারলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর