নন্দীগ্রামে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৪
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ত্রি-মহুনী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান নান্টু কর্মীরা বিকেল ৩টার দিকে নির্বাচনী মিছিল বের করেন। এসময় তারা ত্রি-মহুনী বাজারে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মতিনের আনারস প্রতীকের অফিস ভাঙচুর করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরে চারজন আহত হন।

আহতদের মধ্যে আনারস প্রতীকের কর্মী রানা রবিদাস (১৯) ও নৌকা প্রতীকের কর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান বলেন, সকাল ১০টার দিকে বৈদ্যনাথ মহন্তকে আনারস প্রতীকের কর্মীরা মারধর করেন। এর জের ধরে বিক্ষুব্ধ কর্মীরা অফিসে হামলা চালায়।
অপরদিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন বৈদ্যনাথকে মারধর করা হয়নি। আভ্যন্তরিন কোন্দলের জের ধরে নৌকার কর্মীরাই তাকে মারধর করেছে।
নন্দীগ্রাম কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরিদাস মণ্ডল বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরএইচ/জিকেএস