ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতি মামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের সদরপুরে ডাকাতি মামলায় আলমগীর হাওলাদার (৫০) নামের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

তিনি উপজেলার নারিকেল বাড়ীয়া ইউনিয়নের মুলাই হাজির কান্দ্রি গ্রামের শামসুলহক হাওলাদারের ছেলে। রোববার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারিকেল বাড়ীয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি। এসময় ২০১২ সালের একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলা তিনি পলাতক।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম