ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জমি বিরোধে চাবি দিয়ে চোখ জখম, কাটা হলো কান

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান নামের এক প্রবাসীর চাবি দিয়ে চোখ জখম করে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তার স্ত্রীকেও মারধর করা হয়।

উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দাউদ সিদ্দিকী ও তার ভাই মাসুদ সিদ্দিকীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। তারা দুজনই একই পদে চাকরিরত।

এদিকে ঘটনার সময় দাউদ সিদ্দিকীর বাবা আবু বকর সিদ্দিকের কান কেটে আলাদা করে দেওয়া হয়েছে বলে শাহজাহানের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাহানের ছেলে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান বিপ্লব ও দাউদ সিদ্দিকী পাল্টাপাল্টি এসব অভিযোগ করেন। তারা তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, তোরাবগঞ্জ বাজারে জমি নিয়ে শাহজাহানের সঙ্গে দাউদ সিদ্দিকী ও তার ভাই মাসুদ সিদ্দিকীদের বিরোধ রয়েছে। এর জেরে সোমবার সকালে ওই জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষ বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে শাহজাহানের স্ত্রী রৌশনকে মারধর করেন মাসুদ। এসময় বাধা দিতে গেলে দাউদ তার হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শাহজাহানের চোখে খোঁচা মারেন। এতে তিনি চোখে মারাত্মক আঘাত পান। অন্যদিকে ধারালো অস্ত্র দিয়ে দাউদের বাবা আবু বকর সিদ্দীকের কান কেটে ফেলেন প্রতিপক্ষের লোকজন।

সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বিপ্লব বলেন, ‘আমার বাবার চোখের অবস্থা খুবই খারাপ। এখন তাকে নিয়ে ঢাকা যাচ্ছি। আমি এ ঘটনার বিচার চাই। এ ঘটনায় আমরা মা বাদী হয়ে মামলা করবেন।’

অভিযোগ অস্বীকার করে দাউদ সিদ্দিকী বলেন, ‘আমাদের জমিতে ঘর নির্মাণ করছিলাম। কিন্তু তারা বারবার বাধা দিচ্ছেন। ঘটনার সময় তারা এসে ফের বাধা দেন এবং আমার ছোট ভাই মাসুদকে মারধর করেন। এসময় শাহজাহানের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে আমার বাবার কান বিচ্ছিন্ন হয়ে গেছে।’

অফিস চলাকালীন বাড়িতে থাকার প্রশ্নে তিনি বলেন, ‘আমরা দুই ভাই একই অফিসে চাকরি করি। পদবিও এক। ঘর নির্মাণের জন্য আমরা দুই ভাই অফিস থেকে ছুটি নিয়েছি।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, শাহজাহানের চোখে জখম ও আবু বকরের কান কেটে ফেলার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুপক্ষের কেউই এখনও থানায় অভিযোগ করেননি।

কাজল কায়েস/এসআর/এএসএম