ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় নবনির্বাচিত ইউপি মেম্বার ও সাবেক মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বর ভাঙ্গায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হন আলম মোল্লা। তার কাছে হেরে যান সাবেক ইউপি মেম্বার বাবর আলী। সম্প্রতি আলম মোল্লার পক্ষের কয়েকজন সমর্থক বাবর আলীর গ্রুপে যোগ দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জের ধরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি মেম্বার বাবর আলী বলেন, মেম্বার আলম মোল্লার পক্ষের কয়েকজন সমর্থক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার লোকজনকে মারধর করায় সংঘর্ষের সৃষ্টি হয়। অন্তত আটটি বাড়িঘর ভাঙচুর করেছেন আলম মেম্বারের লোকজন।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নবনির্বাচিত ইউপি মেম্বার আলম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. খোকন মোল্লা জানান, সাবেক ও বর্তমান দুই মেম্বারের পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি।

এন কে বি নয়ন/এসআর/এএসএম