ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ইয়াবাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

ফেনীর ফুলগাজীতে দুই সহযোগীসহ ১০ মামলার পলাতক আসামি মোহাম্মদ ডালিমকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের কালিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

তার সহযোগীরা হচ্ছেন- ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের দেলোয়ারা বেগমের ছেলে এয়াকুব হোসেন ভূঞা খোকন (২৬) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে ফজলুর রহমান মাসুম (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ডালিম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন জানান, ডালিমের নামে আদালতে ১০ মামলা বিচারাধীন রয়েছে। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস