ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আলালের বিরুদ্ধে মানহানি মামলা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যশোরের আদালতে একটি মানহানির মামলা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন এ মামলা করেন। আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম।

বাদীর অভিযোগ, সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তার এক বক্তব্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়েছে। আসামির মিথ্যা ও কুরুচিসম্পন্ন ঘৃণা, বিদ্বেষপ্রসূত মানহানিকর বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম এবং সম্মানহানি ঘটেছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মিলন রহমান/এসজে/এএসএম