দুইদিনের নবজাতক নিয়ে পরীক্ষা কেন্দ্রে ফারিয়া
পরীক্ষার হলে ফারিয়া, ইনসেটে সন্তান কোলে
নোয়াখালীর সেনবাগে মাত্র দুইদিন বয়সী নবজাতক কোলে নিয়ে কেন্দ্রে প্রবেশ করে এইচএসসি পরীক্ষা দিলেন মা জান্নাতুল ফেরদৌস ফারিয়া। পরীক্ষা চলাকালীন হলের বাইরে নানির কোলে ছিল ওই নবজাতক।
বুধবার (১৫ ডিসেম্বর) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বায়োলজি পরীক্ষা দেন ফারিয়া। তিনি সেনবাগ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
ফারিয়া সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের কুদ্দুস মেম্বারের ছোট ভাই জাফর সালেহের স্ত্রী। তিনি ৪ নম্বর কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের রাইজুল হোসেনের মেয়ে।
পরীক্ষার্থীর পরিবার সূত্র জানায়, করোনা মহামারি চলাকালীন ২০২০ সালে বিয়ে হয় ফারিয়ার। কিন্তু সন্তান গর্ভে আসার চার মাসের মাথায় করোনায় তার স্বামী মারা যান। এর কিছুদিন পর ফারিয়ার বাবাও মারা যান। শোকাহত শিক্ষার্থী এতো কষ্টের মধ্যেও লেখাপড়া ছেড়ে দেননি। রোববার (১২ ডিসেম্বর) তার সন্তান জন্ম দেওয়ার তারিখ ছিল। রাতে প্রসব ব্যথা উঠলে তাকে চৌমুহনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ফারিয়া।
পরীক্ষা কেন্দ্রের সচিব মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষাজীবনে আঁচ লাগতে দেয়নি ফারিয়া। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম