ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রার্থী হয়ে জানলেন তিনি মৃত!

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ ডিসেম্বর ২০২১

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. আব্দুল লতিফ সরকার। ৯ ডিসেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ১২ ডিসেম্বর বাচাইয়ে সময় আব্দুল লতিফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কারণ হিসেবে তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় লিখিতভাবে জানান ভোটার তালিকায় তার নাম নেই অর্থাৎ তিনি মৃত।

তিনি লিখিতভাবে আরও জানান, বাচাইকালে দেখা যায় ২৬ নভেম্বর ২১ সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী প্রাপ্ত ভোটার তালিকায় তার নাম (মো. আব্দুল লতিফ সরকার) লিপিবদ্ধ হয়নি।যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬(১) (ঘ) ধারার লঙ্ঘন হয়েছে। এমতস্থায় উক্ত আইনের ধারা ২৬(১) (ঘ) মোতাবেক মনোনয়ন পত্রটি বাতিল করা হলো। অর্থাৎ এখন তিনি মৃত।

এমন ঘটনায় হতবাক হয়ে যান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুল লতিফ। অথচ ভোটার তালিকা অনুযায়ী তার এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) রয়েছে। তিনি মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ বরাবর। ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির তারিখ রয়েছে।

আব্দুল লতিফ সরকারের জানান, প্রার্থী হয়ে জানলাম মারা গেছি। এটা কি করে সম্ভব হয়। নির্বাচন কমিশনে আপিল করেছি। সেখানে নিষ্পত্তি না হলে প্রয়োজনে আদালতে যাবো।

তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার বলেন, বিধি মোতাবেক মো. আব্দুল লতিফ সরকারের মনোয়রপত্র বাতিল করা হয়েছে।বিষয়টি আপিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আপিল আবেদন পেয়েছি। এ বিষয়ে শুনানি করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

এএইচ/জেআইএম