ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে লাল-সবুজের মানব পতাকা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

কলমের আঁচড় কিংবা রং-তুলি নয়, কাপড়ের ওপর বাংলার মানচিত্রখচিত পতাকা। বিজয়ের ৫০ বছর পূর্তিতে হাজার মানুষের সমন্বয়ে তৈরি করা হয়েছে দেশের লাল সবুজের পতাকা।

মানব পতাকায় বর্ণিল সাজে সাজে মেহেরপুর জেলা স্টেডিয়াম। ব্যতিক্রমী এ আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে লাল সবুজের পোশাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সঙ্গে সবার হাতে হাতে ছিল পতাকা।

jagonews24

বাংলার মানুষের গৌরবোজ্জ্বল প্রাপ্তি স্মরণে ব্যতিক্রমী এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। ঢাকা থেকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষ।

jagonews24

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খাঁন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম