চিত্রা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাশরাফি
ভাঙন এলাকা পরিদর্শনে মাশরাফি বিন মর্তুজা।
চিত্রা নদীর ভাঙনকলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের ভাঙনকবলিত বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেন।
এ সময় মাশরাফি বিন মর্তুজা বলেন, ভাঙন রোধে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারে কাছে থাকা কয়েক হাজার জিও ব্যাগ নদী ফেলা হবে।
এর আগে শুক্রবার ‘চিত্রা নদীতে ভাঙন, হুমকির মুখে ঘরবাড়ি’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়রা জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ নাট্য সংস্থা ও মিতালী সংঘ সংলগ্ন এলাকার ১০টি গাছ নদীতে পড়ে গেছে। এছাড়াও বেশ কিছুদিন ধরে ভিক্টোরিয়া কলেজ ও বিনাপনি বিশ্বাসের বাড়ি সংলগ্ন জায়গা নদীতে হারিয়ে গেছে।
এর আগে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি বিনাপানি ও ভিক্টোরিয়া কলেজের দুটি ঘর ও ২০টি গাছ নদী গর্ভে বিলীন হয়।
হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম