ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশুসন্তানসহ এক সপ্তাহ ধরে নিখোঁজ মা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:২৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সপ্তাহ ধরে নিখোঁজ পাঁচ মাসের শিশুসহ এক মা। এ ঘটনায় শনিবার (১৮ ডিসেম্বর) রাতে শিশুর বাবা কাওসার গাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজরা হচ্ছেন-মা শারমীন আক্তার (২১) ও তার মেয়ে আয়শা (৫ মাস)।

কাওসার গাজী জানান, গত ১২ ডিসেম্বর দুপুরের দিকে হাসপাতালে টিকা দেওয়ার বলে মিজমিজি এলাকার পাগলা বাড়ি থেকে বের হন তারা। এরপর তারা আর বাসায় ফিরে আসেননি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।

এসআর/এমএস