স্ত্রীর মৃত্যুর পরদিন মিললো স্বামীর মরদেহ
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের তিনদিন পর বাচ্চু শেখ (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে তাড়াশ পৌর এলাকার উলিপুর দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাচ্চু শেখ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।
এর আগে নিখোঁজ বাচ্চু শেখের কোনো সন্ধান না পেয়ে রোববার (১৯ ডিসেম্বর) সকালে স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, মাসিক চুক্তিতে মাছচাষের পুকুর রক্ষণাবেক্ষণের কাজ করতেন বাচ্চু শেখ। প্রতিদিনের মতো শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি একই এলাকার উলিপুর গ্রামের পুকুর পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সন্দেহ হলে এলাকাবাসী উলিপুর পুকুরে জাল ফেলে তল্লাশি চালান। তবে সেখানেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাচ্চু শেখের স্ত্রী মর্জিনা খাতুন। সোমবার দুপুরে পুকুরে বাচ্চু শেখের মরদেহ ভেসে ওঠে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে পুকুর পাহারা দেওয়ার এক পর্যায়ে পুকুরে ডুবে মারা যান বাচ্চু শেখ। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর/এমএস