লক্ষ্মীপুরে প্রচারণায় হামলা, স্বতন্ত্রপ্রার্থীকে মারধর
আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হাসপাতালে নিচ্ছেন সমর্থকরা
লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের আহমদ মিয়ারহাট এলাকা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের প্রার্থী ছালেহ উদ্দিন মানিক ওই এলাকায় প্রচারণায় বের হন। তারা আহমদ মিয়ারহাট এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের সমর্থক ইকবাল, আফসার, জুয়েল ও সোহেলসহ ৮-১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায় অস্ত্র ঠেকিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে আহত করা হয়। পরে স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী মানিকসহ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ছালেহ উদ্দিন মানিক বলেন, নৌকার সমর্থকরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন রকম ভয় দেখায়। আওয়ামী লীগ প্রার্থীর অস্ত্রধারী লোকজন আমাদের ওপর কোনো কারণ ছাড়াই এ ঘটনা ঘটিয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে নৌকার সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/এমএস