ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায়ও ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

মাগুরায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মো. রোকনুজ্জামান বাদী হয়ে মামলার এ আবেদন করেন। এ সময় বিচারক আহম্মদ শারমিন জবানবন্দি গ্রহণ করে ৪ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।

জিয়াউর রহমানের পরিবার ও তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী জাতিকে হেয়প্রতিপন্ন করায় মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তিনি এ মামলাটি করেন।

এসজে/এমএস