ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে মৌচাকের চিশতিয়া বেকারি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ করেছেন মোটরসাইকেলটির মালিক মো. জাহিদ হাসান।

জাহিদ হাসান জানান, তিনি সকালে চুরির বিষয়টি টের পান। পরে বাড়ির সিসি ক্যামেরায় তিনি দেখতে পান, রাত ৩টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তার বাসায় নিচে আসেন। তারা সবাই মাস্ক পরা ছিলেন। এদের মধ্যে এক ব্যক্তি বাড়ির গেটের তালা ভাঙেন এবং বাকি দুইজন পাহারা দেন। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

এসআর/এমএস