ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশকে ধাক্কা মেরে ইজিবাইক থেকে পালিয়ে গেলো আসামি

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

যশোরে পুলিশ হেফাজত থেকে রাজু শেখ ওরফে রাজন নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে ইজিবাইক থেকে তিনি পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এতথ্য নিশ্চিত করেছেন।

রাজু শেখ ওরফে রাজন যশোর সদরের তফসীডাঙ্গা পুলেরহাট এলাকার আকাশ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইয়াবাসহ আটক হয়েছিলেন রাজু শেখ ওরফে রাজন। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ইজিবাইকে করে আসামি রাজুকে শার্শা থেকে আদালতে নিয়ে আসছিলেন তিনজন কনস্টেবল। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই রাজু পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দৌড়ে জেলা জজ আদালতের ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে ভবনের পূর্ব দিক দিয়ে বের হয়ে যান।

রাজুর পিছু নিয়ে পুলিশকে দৌড়াতে দেখে তৃতীয় লিঙ্গের একজন তাকে ধরে ফেললে হাতে কামড়ে দিয়ে পালিয়ে যান।

আসামি পালানোর খবরে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম। ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, পলাতক আসামি রাজুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মিলন রহমান/এসআর/এমএস