ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:২২ এএম, ২২ ডিসেম্বর ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চায়না খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসলামপুর মৌজার নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন নামাচর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে নিহত চায়না খাতুন ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান থেকে চিটা উড়ানোর জন্য মেইন সুইচ অফ না করে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন চায়না। পরে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিবেশী নজরুল ইসলাম ও কোহিনুর বেগম বলেন, ফ্যানের বাতাসে ধানের চিটা উড়াতে গিয়ে ফ্যানের তার লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শরিফুল আলম লাকী ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন।

মাসুদ রানা/এআরএ