ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শোবার ঘরে মেছোবাঘ, উদ্ধার করলো এলাকাবাসী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় শোবার ঘর থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। প্রাণীটি দেখতে বুধবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ভিড় করছেন উৎসুক জনতা।

এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মন্ডলের বাড়ির চৌকের নিচ থেকে এই প্রাণীটি উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, এমন প্রাণী হঠাৎ কোথা থেকে এ গ্রামে এলো তা আমরা জানি না। প্রাণীটি দেখতে ঠিক চিতাবাঘের মতো। গায়ে ডোরাকাটা দাগ আছে। এমন প্রাণী এর আগে গ্রামবাসী কখনো দেখেনি।

jagonews24

বাড়ির গৃহিণী ফাতেমা আক্তার বলেন, প্রাণীটির শো শো শব্দে গভীর রাতে আমাদের ঘুম ভেঙে যায়। তখন ঘড়িতে আড়াইটা বাজে। পরে আমরা ভয় পেয়ে যাই। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে অনেক চেষ্টায় রাতেই প্রাণীটিকে ধরতে সক্ষম হই। প্রাণীটি দেখতে বিড়ালের মতো। গায়ে ডোরাকাটা দাগ থাকায় অনেকে মেছোবাঘ, আবার অনেকে খাটাশ বলছেন।

বাড়ির প্রতিবেশী আনোয়ারা বেগম বলেন, ফাতেমা বেগমের চিৎকারে আমি আমার স্বামী গ্রাম পুলিশ সিকান্দারকে জাগিয়ে তুলি। অনেক চেষ্টার পর প্রাণীটি ধরে ফেলি। এমন প্রাণী ধরার খবরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকে দূরদূরান্ত থেকে অনেক লোক আসতে শুরু করে। প্রাণীটি সকালে অনেক অসুস্থ ছিলো, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় এখন মোটামুটি সুস্থ। তবে এটাকে যতদ্রুত সম্ভব এখান থেকে নিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়।

এ ব্যাপারে শেরপুর বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার মো. আলামিন জাগো নিউজকে বলেন, আমরা যতদ্রুত সম্ভব প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছি।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস