ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজেই তৈরি করেন নকল ফেনসিডিল, ক্রেতা এলাকার উঠতি বয়সীরা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

ঘুমের ট্যাবলেট, নেশাজাতীয় দ্রব্য ও চিনি গুলিয়ে তৈরি করা হয় নকল ফেনসিডিল। এরপর সেগুলো ভরা হয় পুরাতন ফেনসিডিলের বোতলে। মুখের ছিপি মেশিন দিয়ে আটকিয়ে বিক্রি করা হয় এলাকার উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে। যশোরের বেনাপোলে এ রকম একটি নকল ফেনসিডিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

গোপন সংবাদ পেয়ে বুধবার (২২ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বাহাদুর রোডের একটি তিনতলা ভবনের নিচতলায় ওই কারখানায় অভিযান চালায় পুলিশ।

এসময় ৯৭ বোতল ফেনসিডিল, ৩২৮ পিস খালি বোতল, পাঁচ লিটার তরল পদার্থ, একটি স্কচটেপ ও এক কেজি চিনিসহ নকল ফেনসিডিল তৈরির নানা সামগ্রী জব্দ করা হয়। এসময় ফেনসিডিল কারিগর মনিরুজ্জামান কালুকে (২৫) আটক করা হয়। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।

আটক কালু জানান, তিনি নিজেই এ কারখানা চালান। সীমান্তে কড়াকড়ির কারণে ফেনসিডিল আনতে না পারায় তিনি এ পদ্ধতি তৈরি করেছেন। এতে অল্প খরচে লাভ বেশি হয়। এলাকাসহ বাইরের উঠতি বয়সী যুবকরা তার ক্রেতা।

এ বিষয়ে বেনাপোলে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানিয়েছেন, আটক মনিরুজ্জামান কালুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ কারবারের সঙ্গে আর কারা জড়িত আছেন সে বিষয়েও তদন্ত চলছে।

জামাল হোসেন/এসআর/জিকেএস