ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

যশোরে ছুরিকাঘাতে নিহত রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের বকচর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে রক্তমাখা ছুরি, পাইপ, হাঁসুয়া প্রভৃতি উদ্ধার করা হয়েছে।

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

র‌্যাব-৬ যশোর ক্যাম্প জানিয়েছে, আটকরা রাকিব হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া তারা ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। এসব কিশোররা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বকচর হুশতলা এলাকায় একটি চটপটির দোকানে রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচা কোতোয়ালি থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারভুক্ত এক আসামি আগে পুলিশের হাতে আটক হয়েছিল।

মিলন রহমান/আরএইচ/জেআইএম