ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ শহরের মুজিব সড়কের বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী তোজাম্মেল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বসতঘরে বীর মুক্তিযোদ্ধা গাজী তোজাম্মেল হকের স্ত্রী রশিদা খানমকে (৬৫) গলা কেটে হত্যা করে। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত মামলা করেন।

মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে তদন্তে গেলে ২২ ডিসেম্বর রাতে গাজীপুর থেকে হত্যা মামলায় জড়িত নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে নিয়ন হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, আসামি শনাক্ত করতে সময় লেগেছে। মূল আসামি গ্রেফতার হওয়ায় মামলা কার্যক্রমে গতি পাবে।

আরএইচ/জেআইএম