ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ‘আল্লাহ’ লেখা ওয়াচ টাওয়ারের উদ্বোধন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১

ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকায় স্থাপিত দৃষ্টিনন্দন ‘আল্লাহ’ লেখা ওয়াচ টাওয়ার ও নতুন করে সংস্কার করা দোয়েল চত্বরের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাওয়ার ও চত্বরের উদ্বোধন করেন। এসময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

jagonews24

উদ্বোধনের পরপরই উৎসুক জনতা ও সাধারণ মানুষ আল্লাহ টাওয়ার ও দোয়েল চত্বরে সেলফি তুলতে ভিড় করেন। এক পর্যায়ে পুরো ট্রাংক রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভার অর্থায়নে জিরোপয়েন্ট এলাকায় আল্লাহর নাম লেখা ওয়াচ টাওয়ারে ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। এছাড়া দোয়েল চত্বরকে আরও নান্দনিক করে সংস্কার করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম