ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্রোহীর সঙ্গে ‘সন্ত্রাসী-ডাকাত’, আতঙ্কে ভোটাররা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর সদর উপজেলার ২নং দাদপুর ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহী মিজানুর রহমান শিপন (আনারস) ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে মাঠে অবস্থান করায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) ওই ইউনিয়নে গেলে সাধারণ মানুষ এমন অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রার্থী শিপন নিজেও মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেনের (নৌকা) বিরোধীতা করে বিদ্রোহী হওয়ায় তাকে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি ডাকাতি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করছেন।

jagonews24

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে দুই আগ্নেয়াস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া কিশোর ফাহাদ-পাভেলরাও এখন শিপনের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। ফাহাদের হাতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনীর ভিডিও ভাইরাল হয়েছে। তার এক হাতে পিস্তল ও আরেক হাতে একটি পাইপগান দেখা গেছে।

এছাড়া আবদুল্যাহ আল পনি, হাসিবুর রহমান, রুবেল, বাদল, ফরহাদ, সৌরভ হোসেন, সোহেল, জহির, হারুনুর রশিদ সোহাগ, মিরাজ, হৃদয়, সাইমুন, জাবেদ, ছোট রুবেলসহ অসংখ্য চিহ্নিত সন্ত্রাসী এখন মিজানুর রহমান শিপনের পক্ষে বিভিন্ন কেন্দ্রে অবস্থান করছেন।

স্থানীয়দের অভিযোগ, আনারসের প্রার্থী মিজানুর রহমান শিপনের বিরুদ্ধে নারী নির্যাতন, ইয়াবা সেবন-বিক্রি, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ থাকলেও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক নেতার ভাতিজা পরিচয়ে নির্বাচনের মাঠ দখলের চেষ্টা চালাচ্ছেন তিনি।

তবে বিদ্রোহী মিজানুর রহমান শিপন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকার প্রার্থী এমন ভিত্তিহীন অভিযোগ করতে পারেন। অন্যদিকে দলীয় পদ থেকে অব্যাহতি নয়, তিনি নিজেরই পদত্যাগ করেছেন বলে জানান।

jagonews24

নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এ ইউনিয়নের লোকজনের সঙ্গে দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষ ভোট হলে অবশ্যই নৌকার বিজয় সুনিশ্চিত।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরহস্তে দমন করা হবে।

উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুরসহ ৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম