পুলিশ সদস্যের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ
ফরিদপুরে বোয়ালমারীতে পুলিশ সদস্যের কোলে চড়ে ভোট দিয়েছেন শতবর্ষী বৃদ্ধ খোরশেদ মোল্লা (১০৫)। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের বাসিন্দা ও মৃত লতিফ মোল্লার ছেলে।
রোববার (২৬ ডিসেম্বর) চন্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে ভোট দিতে আসেন বৃদ্ধ খোরশেদ মোল্লা। এ সময় কেন্দ্রে ভোটারদের প্রচণ্ড ভিড় থাকায় বৃদ্ধ খোরশেদ মোল্লাকে কোলে করে বুথে পৌঁছে দেন পুলিশ সদস্য মো. ইকবাল হোসেন।

কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ মানবিক কাজও করে। ১০৫ বছর বয়সী বৃদ্ধ ভোট দিতে আসেন। কেন্দ্রের ভেতর কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। তাই তাকে কোলে করে বুথে পৌঁছে দেওয়া হয়। উনি উনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
শতবর্ষী বৃদ্ধ খোরশেদ মোল্লা জাগো নিউজকে বলেন, বয়স একশ পাঁচ বছর। আর হয়তো ভোট দিতে পারবো না। তাই মৃত্যুর আগে শেষ ভোটটা দিয়ে গেলাম।
এন কে বি নয়ন/এএইচ/জিকেএস