ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘খালেদা জিয়ার অসুস্থতার জন্য ডা. মুরাদ দায়ী থাকতে পারেন’

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হেঁটে জেলে গেলেও কেন বের হয়েছেন হুইল চেয়ারে। তখনকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দায়িত্বে ছিলেন। এজন্য সে দায়ী থাকতে পারেন। তার অপচিকিৎসায় এমন হলো কি না তদন্ত করতে হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর একলাশপুরের অনন্তপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়াকে সরকার চাইলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। কিন্তু তারা (সরকার) তাকে ভয় পায়। তাই তাকে আটক রেখে নাটক করছে।

jagonews24

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘রাষ্ট্রপতি আপনি চোর ডাকাত সন্ত্রাসীদের সাজা মাফ করে বিদেশে পাঠাতে পারেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন আপনি বিদেশ পাঠানোর ব্যবস্থা করছেন না।’

তিনি আরও বলেন, বঙ্গভবনের নাটক দেখতে চাই না, আমরা মায়ের চিকিৎসা চাই। অন্যথায় বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি না হলে নোয়াখালীসহ সারাদেশ অচল করে দেওয়া হবে। বিএনপি রাজপথে নামলে এ সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীরা।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম