ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই: আইভী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো পাঁচ বছরে মানুষ এটার কথা বলতো। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

jagonews24

আইভী বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।

পাঠানটুলী এলাকায় আগে থেকেই তার লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত ছিলেন। আইভী আসলে সেসব ফুল ছিটান নেতাকর্মীরা।

এসজে/জিকেএস