ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরের ১১ ইউনিয়নে নৌকা, স্বতন্ত্র ১০

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:০৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ১০ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা জয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি পাঁচ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হন। শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন বাকি পাঁচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।

হাজীগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাদি মিয়া ৫৭৯৭ ভোট পেয়েছেন, বাকিলা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৫৭০০ ভোট পেয়েছেন, কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মানিক প্রধানীয়া ৬৫৪৭ ভোট পেয়েছেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা ৮৯১৯ ভোট পেয়েছেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন ৯৯০৭ ভোট পেয়েছেন, বড়কুল পূর্ব ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মজিবুর রহমান ৬১১৮ ভোট পেয়েছেন, বড়কুল পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন হেলাল ৪৮৯০ ভোট পেয়েছেন, গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল ৫৭১৫ ভোট পেয়েছেন, গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু ৬৫৪০ ভোট পেয়েছেন, হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী একে এম মজিবুর রহমান ৪৮৯৩ ভোট পেয়েছেন, হাটিলা পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল ৩৫৬৯ ভোট পেয়েছেন।

শাহরাস্তির নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক দর্জি ৭১১৩ ভোট পেয়েছেন, টামটা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (মানিক) ৪২৯৩ ভোট পেয়েছেন, মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম ২৯৮২ ভোট পেয়েছেন, মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ৩০৯৮ ভোট পেয়েছেন, রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন ৫১১৩ ভোট পেয়েছেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ডা. আব্দুর রাজ্জাক ৩৭৪৭ ভোট পেয়েছেন, সূচীপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার ৬৩৭২ ভোট পেয়েছেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন আহমেদ ৫৬৩১ ভোট পেয়েছেন, চিতোষী পূর্ব ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল ৫৬৮৬ ভোট পেয়েছেন, চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জোবায়েদ কবির (বাহাদুর) ৬৬৩২ ভোট পেয়েছেন।

নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম