জয়পুরহাটে ৮ ইউনিয়নের একটিতে হারলো নৌকা
জয়পুরহাট সদর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সাত ইউনিয়নে নৌকার প্রার্থী আর মাত্র একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান মিঞা এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়ী চেয়ারম্যানরা হলেন- দোগাছিতে নৌকা প্রতীকের সামসুল আলম, চকবরকতে নৌকা প্রতীকের শাহজাহান আলী, ভাদসাতে নৌকা প্রতীকের সরোয়ার হোসেন স্বাধীন, মোহান্দাবাদে নৌকা প্রতীকের আতাউর রহমান, বম্বুতে নৌকা প্রতীকের মোল্লা শামসুল আলম, আমদইতে নৌকা প্রতীকের শাহানুর আলম সাবু ও পুরানাপৈলে নৌকা প্রতীকের খোরশেদ আলম সৈকত ও স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন।
এছাড়া জামালপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু নির্বাচিত হন।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস