জিপিএ-পাসের হার দুটোই বেড়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডে
দিনাজপুর শিক্ষাবোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দুই হাজার ৬৭৬ বিদ্যালয়ের এক লাখ ৯৩ হাজার ৪১২ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৯৯ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ৯৪ লাখ ৬৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৮৩ হাজার ৩৬২ জন। এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা আট হাজার ৬৭২ ও মেয়েদের সংখ্যা আট হাজার ৯০৬ জন।’
ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘গত বছরের চেয়ে এবারের ফলাফল ভালো হয়েছে। সেবার পাসের হার ছিল ৮২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৬ জন।’
তিনি আরও বলেন, ‘এবার বোর্ডে ৪ জন বহিষ্কার হয়েছে। গতবার বহিষ্কার হয়েছিল ১০৫ জন। গতবার একটি স্কুলে কেউ পাস করেনি। এবার শূন্যপাস স্কুল নেই। গতবার শতভাগ পাস করেছিল ১২২ স্কুল। এবার ৪৯৩ স্কুলের পরীক্ষার্থী শতভাগ পাস করেছে।’
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা