লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যবিরোধী বিক্ষোভ
নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পৌর আধুনিক বিপণী বিতানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি প্রত্যাশী নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এদিকে মিছিল থেকে সড়কের পাশে লাগানো বিএনপির সমাবেশের ফেস্টুন ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে বিএনপির কিছু নেতাকর্মীকে ধাওয়া করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দেশব্যাপী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। এরপরও বিএনপি-জামায়াত মিথ্যাচার করে আসছে। জেলায় জেলায় নৈরাজ্য করে আসছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কথা বলছে। অবকাঠামো উন্নয়ন, দেশব্যাপী আইনশৃঙ্খলার উন্নয়নের পরও তারা অপপ্রচার চালাচ্ছে। এতো সাহস কোথা থেকে পায় তারা। রাজপথে তাদের সকল অপপ্রচারের জবাব দেওয়া হবে।’
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশ চলছে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম