ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেতু দেখতে গিয়ে লাশ হলেন দুই বন্ধু

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইটকুমড়া এলাকায় কালনা-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় একজনের মৃত্যু হয়। অন্যজন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন-লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া দক্ষিণপাড়ার আবদুল হক ভূঁইয়ার ছেলে মশিউর রহমান ভূঁইয়া (৪৩) ও উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসান পারভেজ (৪৪)। তারা দুজনই ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালনা ঘাট এলাকায় নির্মাণাধীন সেতু দেখতে গিয়েছিলেন দুই বন্ধু মশিউর ও হাসান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন মশিউর রহমান। হাসান পারভেজ পেছনে বসা ছিলেন। মাইটকুমড়া এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় লোকজন। সেখান থেকে যশোরে নেওয়ার পথে হাসান পারভেজের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান মশিউর।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস