ভালো কাজের লোভ দেখিয়ে ভারতে পাচার, দেশে ফিরলেন চার তরুণী
ভারতে পাচার হওয়া চার তরুণী
অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
তারা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ, সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ভালো কাজের আশায় এক বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। সেদেশের হায়দ্রাবাদ এলাকার বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে রেসকিউ নামের একটি এনজিও এক বছর পর তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, ‘ফেরত আসাদের যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করে। পরে তারা তরুণীদের নিজ পরিবারের কাছে তুলে দেবেন।’
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুহিত হোসেন জানান, ‘অভাব-অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে তাদের অবৈধ পথে ভারতে পাচার করে।’
মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান