আশুলিয়ায় গ্যাস সঞ্চালন পাইপে আগুন
রাজধানীর অদূরে আশুলিয়ায় তিতাস গ্যাস লাইনের সঞ্চালন পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলল আজমেরী প্লাজার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন তীব্র আকার ধারণ করার আগেই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ভোর রাতের দিকে স্থানীয়রা আজমেরী প্লাজার সামনে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে আগুন দেখতে পায়। পরে তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, তিতাসের এই সঞ্চালন লাইনে একটি লিকেজ রয়েছে। এর আগেও এই লিকেজ থেকে দুই বার আগুনের ঘটনা ঘটে।
আল-মামুন/আরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ